এই সন্ধ্যা নামবে রাজপথে, চিরচেনা সন্ধ্যা
কোন এক সাঁঝ বিকেলে বসে ছিলাম অপেক্ষায়
সন্ধ্যা আসবে রাজপথ ঘিরে, তুমিও আসবে তখন
কতো সন্ধ্যা রাজপথের ওপাশে থাকা তোমার বাসা
চেয়ে থেকেছি তোমার আশায়, তবুও সন্ধ্যা আসে,
আসে গভীর রজনী, দিন শেষে আবার নতুন সন্ধ্যা
তবুও মিলে না যে তোমার দেখা, এই সন্ধ্যা বেলায়।
সন্ধ্যা আসবে বলে ফুটপাতে বসে মেলি পাতা
দুমুঠো ভাবনা ভাববো বলে ডায়েরীর পাতায়
মাঝেমাঝে ঝিমুনি কাটে চায়ের কাপে মুখ লেগে
সময় কাটবে না ভেবে পকেট ভরি সস্তা বাদামে
এক এক করে বাদামও ফুরায় সন্ধ্যাবেলায়
তবুও ফুরায় না যে তোমাকে দেখার সন্ধ্যাবেলা।
মাহতাব হোসেন
ফেব্রুয়ারি ২, ২০১৮।