Monday, 12 March 2018

সভ্য ফুল

সভ্য ফুল
মাহতাব হোসেন

দিনের আলো ফুরায় যখন শহর ঢেকে যায় নতুন আলোয়
দলে দলে নেমে পড়ে পেশাদার কর্মী
নতুন কর্মের সন্ধানে রাস্তায় দাঁড়ায়,
খুঁজে ফিরে দেখে যায় মানুষের মনোভাব
মন বুঝে হাক দেয়- 'এই ভাই আসেন বিশ টাকা'।

দাম শুনে কেউ বা পালাবার ভান করে মনে তার বিরক্তি নিয়ে, কেউ বা কাছে আসে তৃপ্তির আশায়
ইশারায় চলে যায় কোন এক অস্থায়ী ছাউনির তলে
শরীরের সুখ ফিরে কিছু টাকা খসে তাতে।

নতুন শিকারের সন্ধান খোঁজে, আবার ফিরে রাস্তায়
মাঝে মাঝে পুলিশ আসে; ভাগ জুটায় পাতে, চুপিচাপি দিয়ে যায় কিছু দান, মনে রেখে খিস্তি,
শহরের বাপ বলে যায় না করা তর্ক, দয়া যদি ফুরায়, ঝুটবে না কপালে দুটো ভাত!
কতো নিষ্টুর মানুষ, নেই কারো মনে করুনা!
মাগির পাতেও বসায় ভাগ! সর্বাঙ্গএ নিষ্ঠুরতা।

নতুন আশায় ক্ষুধাতুর কুকুরে মতো দৃষ্টি রাস্তায়
মানব দেখে মুছে যায় বিরক্তি, কিছু চলে কথা- এ যেন কুকুরের আলাপন।
সভ্যতার উন্নয়ন আশে, ফিরে অর্থনীতির চাকা,
ফিরে না চাকা রাস্তায় থাকা সস্তা মাগির।
এ যেন শহুরে বেড়ে উঠা কুকুরের দল,
সভ্যতার ভিন্ন মেরু, কুৎসিত যার রুপ!

কত শরীরের ধকল যায়, রকমারি গায়ের গন্ধ, নিস্তেজ হলে কেউ বা চিনে না, এই মাগি কে?
কেউ চায় না জানতে কেন বা রাত্রিতে খুলে-
                    রক্ত মাংসের দোকান!
কেউ বা রাখে না খবর মাংসের ধকল নিতে নিতে                     আরেকটা শরীরের কষ্টের হাপানি।

রাত্রি যখন ইতি টানে, শরীর গুলোও থামে তখন,
ময়লা-ঘামের গন্ধ নিয়ে ক্লান্ত শরীরেরা নীড়ে ফিরে।
এ হৃদয় বিদারতায় কোথাও ঘটে না অস্বাভাবিকতা
এ যেন সভ্য সমাজে অসভ্যতার চরম লীলাখেলা।