Saturday, 21 April 2018

এগারো'শ স্কোয়ার ফিট

এগারো'শ স্কোয়ার ফিট
মাহতাব হোসেন

এগারো'শ স্কোয়ার ফিটের বসতঘর
এরই মাঝে ছয়-ছয়টা মানুষ কত পর
মনের দূরত্ব কাছে থেকেও করেছে দূর
শরীরে থেকেও কেউ নেই মনের কাছাকাছি।

এগারো'শ স্কোয়ারে কতো জীবন বিধাতা
কারো বা টিকে থাকার সংগ্রাম, কারো হারাবার
কেউ বা বিরক্ত জগত-সংসারের নিয়ম ভেবে
কেউ বা স্বপ্নের কথা ভাবছে, কিভাবে করবে শুরু,
কেউ বা ঘোর থেকে সরে এসেছে বাস্তবতায়।

এগারো'শ স্কোয়ারে থেকেও কেউ নেই কারো মনে
তবুও তারা থাকছে কাছাকাছি- না থাকার মতো,
যাচ্ছে বহে জীবনপথ, কখনো হেসে-খেলে,
কখনো বা দু:খ পেয়ে, কখনো বেদনার তিমিরে,
তবুও দিন শেষে সবাই আপন, সবাই একক,
সবাই স্বপ্ন আঁকে, বেঁছে থাকার প্রত্যয়ে
এ যে বেঁছে থাকার নিত্যনৈমিত্তিক ব্যাপার।

এগারো'শ স্কোয়ারে আছে ঋতু, আছে পরিবর্তন,
পালাক্রমে এখানেও দু:খ আসে, আসে বর্ষাকাল
তাতেও যায় না কেউ বানের জলে ভেসে
এখানেও ফুল ফুটে, হাসিউঠে নতুনের আগমনে
বিপদ এখানেও চিন্তার রেখাপাত ঘটায়
এখানেও শোক নামে রক্তের বিয়োগকালে,
এতো কিছু থেকেও কেউ নেই কারো মনোরাজ্যে।

এ যেন সৃষ্টির এক অলৌকিক খেলা
সবার মাঝে থেকেও নেই কেউ কারো মাঝে
এগারো'শ স্কোয়ারেও যেন- কোথাও কেউ নেই।