এই যন্ত্রের শহরে আমি অসহায়
তেল কিনতে নুন ফুরায় অবস্থা
সমাজের যাঁতাকলে পিষ্ট আমি নতজানু
দেখে শুনে চুপ করে থাকাই আমার নিত্য কাব্য
পকেট গুনে আমাকে চলতে হয়, প্রেমিকার দেখা
মানিব্যাগে এসে বন্ধি হয়ে যায়, মধ্য দুপুরে ক্ষুধা
এক কাপ চা আর একটা সিগারেটে মিটে যায়
তবুও, ভালো আছি- কারো প্রশ্নে উত্তরে আসে কথা।
তেল কিনতে নুন ফুরায় অবস্থা
সমাজের যাঁতাকলে পিষ্ট আমি নতজানু
দেখে শুনে চুপ করে থাকাই আমার নিত্য কাব্য
পকেট গুনে আমাকে চলতে হয়, প্রেমিকার দেখা
মানিব্যাগে এসে বন্ধি হয়ে যায়, মধ্য দুপুরে ক্ষুধা
এক কাপ চা আর একটা সিগারেটে মিটে যায়
তবুও, ভালো আছি- কারো প্রশ্নে উত্তরে আসে কথা।
শুনেছি প্রেমিকার জন্যে পাত্র পক্ষ আসে বারবার
সবাই মস্তবড়ো সরকারি চাকুরীজীবি,
আজকাল অনুভূতি এতোটা দুর্বল হয়েছে
এগুলো শুনে আমার কোন বোধ জাগে না
আমি এক ক্ষুদ্র লেখক, কাগজে কলমে কারবার
মস্তবড়ো ব্যাপার গুলো আমার কাছে অহেতুক লাগে
তবুও চুপ থাকি, লিখে যাই যাচ্ছে তাই,
আমি লিখি, সত্য মিথ্যে লিখেই পেট চালাই
তবুও আমার শূন্যতা , পকেট ভর্তি হতাশা
বহু আগে গিয়েছি পাহাড়ে, বন্ধুর করুণায় হয়েছে দেখা
কে জানতো পাহাড় কতো বড়, যদি না হতো দেখা।
আমার কল্পনায় আমি রাজা- আমি প্রজা,
খুব শূন্যতায় ভুগলে কখনো গল্পে গরিব ছেলেটিকেও
ধনীর দুলালে রুপ দেই, নিজেকে মুক্ত করি
শূন্যতা নামক অহেতুক ব্যাপার থেকে।
সবাই মস্তবড়ো সরকারি চাকুরীজীবি,
আজকাল অনুভূতি এতোটা দুর্বল হয়েছে
এগুলো শুনে আমার কোন বোধ জাগে না
আমি এক ক্ষুদ্র লেখক, কাগজে কলমে কারবার
মস্তবড়ো ব্যাপার গুলো আমার কাছে অহেতুক লাগে
তবুও চুপ থাকি, লিখে যাই যাচ্ছে তাই,
আমি লিখি, সত্য মিথ্যে লিখেই পেট চালাই
তবুও আমার শূন্যতা , পকেট ভর্তি হতাশা
বহু আগে গিয়েছি পাহাড়ে, বন্ধুর করুণায় হয়েছে দেখা
কে জানতো পাহাড় কতো বড়, যদি না হতো দেখা।
আমার কল্পনায় আমি রাজা- আমি প্রজা,
খুব শূন্যতায় ভুগলে কখনো গল্পে গরিব ছেলেটিকেও
ধনীর দুলালে রুপ দেই, নিজেকে মুক্ত করি
শূন্যতা নামক অহেতুক ব্যাপার থেকে।
অক্টোবর ১৫, ২০১৮।
মাহতাবের ডায়েরী।
মাহতাবের ডায়েরী।