দুঃখ শুনার জন্যে একটা নিরাপদ স্থান থাকে
ইচ্ছে জানানোর একজন সঙ্গী থাকে
মন বুঝার জন্যে একজন কেউ থাকে
তোমার, তুমি ছাড়া আর কে আছে?
স্রোতধারা অন্ধকারে তোমার ভাবনায়
ভেসে উঠে না আপন বলে আছে কেউ পাশে?
তুমি কি ভাবো না, মানুষ একা থাকতে পারে না?
নাকি ভাবো, কেউ আপন হয়ে থাকতে চায় না!
মাহতাবের ডায়েরী
১৮-০২-২০২০।