ইচ্ছে ছিলো-
বৃষ্টিতে ছাতা ছাড়া পাশে হাটবা,
রৌদুরে ছায়া হয়ে পাশে থাকবা।
বৃষ্টিতে ছাতা ছাড়া পাশে হাটবা,
রৌদুরে ছায়া হয়ে পাশে থাকবা।
ইচ্ছে ছিলো-
শীতে হিমেল বাতাস হয়ে উষ্ণ ছোঁয়া,
শীতে হিমেল বাতাস হয়ে উষ্ণ ছোঁয়া,
বর্ষার আকাশে ঘনকালো মেঘে ঢাকা
দু:খ গুলো রেখে দিবে দূরে ঠেলে;
দূর পাহাড়ের পাদদেশে।
দু:খ গুলো রেখে দিবে দূরে ঠেলে;
দূর পাহাড়ের পাদদেশে।
কথা ছিলো হেটে যাবে নিয়ন আলোয়,
রাস্তায় পড়ে থাকা ধুলো বালি সংগী করে।
রাস্তায় পড়ে থাকা ধুলো বালি সংগী করে।
ইচ্ছে ছিলো-
এক চাদরে ঝড়ো হয়ে ফুটপাতে বসে
এক কাপ চা সাথে করে কাট-বিস্কিট খাবে।
এক চাদরে ঝড়ো হয়ে ফুটপাতে বসে
এক কাপ চা সাথে করে কাট-বিস্কিট খাবে।
ইচ্ছে ছিলো-
মেঘ হয়ে উড়ে বেড়াবে মেঘেদের দেশে,
তবে কেনো সব ইচ্ছে মেঘেতেই লুকালে।
মেঘ হয়ে উড়ে বেড়াবে মেঘেদের দেশে,
তবে কেনো সব ইচ্ছে মেঘেতেই লুকালে।
ইচ্ছেকে রেখেছো শূন্যতায়
নিজেকে রেখেছো ব্যর্থতায়
মোরে রেখেছো একাকিত্ততায়।
No comments:
Post a Comment