নতুন দিনটিতে আবার জেগে উঠেছি বলে
নতুন ভাবে মনে আসে শুকরিয়া
নিজের অস্তিত্বকে উপলব্ধি করতে পারছি বলে,
নতুন করে স্রষ্টাকে আবার ভয় করি,
আমার মতো কেউ যখন বিদায় নেয়!
এই অধমের ভয় বেশী, পাপ যে জমে একাকার,
হিসেবে পাল্লা মাপতে গেলে পাবো না ছাড়, তবুও
তোমার দয়ার সাগর যে মস্ত বড়, এইতো ভরসা!
তবুও এই পাপাচারীর একটু আর্জি আবার;
হয় যেন বিদায় বেলা- আলোআধারি সকালে প্রার্থনায়!
২২-০৮-২১

No comments:
Post a Comment