Wednesday, 17 November 2021

ক্ষুধার্ত তুমি

 এই ক্ষুধার্ত বেকুপের দল ক্ষুধার যন্ত্রনায় না ভুগে 

অধিকার আদায়ে জ্বালাময়ী হওয়, তুমি ক্ষুধার্ত 

কারন তুমি বোকা, তুমি ক্ষুধার্ত কারন তুমি সচেতন না,

তোমার অধিকার নিয়ে তুমি নিশ্চুপ, জড়ো পদার্থের ন্যায় 

তোমারই সুযোগে যালিমের দল কেঁড়ে নিচ্ছে তোমার অন্ন 

তোমার আয়ের ভাগ, তুমি চুপ তাই চোরেরা বেড়ে উঠে 

তোমার হক মেরে খায়, তারপরেও পাথরের ন্যায় অনড় 

অধিকার নিয়ে আওয়াজ তুলবে না এই শপথে! 


ক্ষুধার যন্ত্রনায় তোমার শরীর কাবু, মন দুর্বল তবুও 

বিপ্লব জাগে না মনে, শুধু ভাব সুদিন আসবে;

এই দুর্বল মানুষিকতা তোমার পতনের কারন তবুও

তুমি বুঝ না ক্ষুধার জ্বালায় কেন মানুষ রাজপথে নামে 

কেন যুগে যুগে বিপ্লবী জন্মায় যালিমদের নিপাত ঘটাতে, 

তুমি চুপ বলে নতুন প্রজন্মের অধিকারকেও বঞ্চিত রাখ 

নতুন পৃথিবীর কাছে তুমিও অপরাধী, তুমি ব্যর্থ বলে! 

প্রজন্মের বাহকেরাও ক্ষুধার্ত পৃথিবী পাবে যদি না জেগে উঠে তোমার কণ্ঠে শোষনের বিরুদ্ধচারী আওয়াজ!


কবিতা-ক্ষুধার্ত তুমি

মাহতাব হোসেন 

No comments:

Post a Comment