Wednesday, 17 November 2021

কবিতা

 তাহার সাথে প্রেম নেই,

নেই কোন সংঘাত, 

ধৈর্যবান হয়েও হচ্ছে না লেখা,

তবুও মিটিমিটি আশা নিয়ে ভাবি 

যদি আসে সে চিন্তাকালে নিরালায়, 

প্রিয় কবিতার দল-মাঝেমাঝে চিন্তা করি

যদি হতে পারি তোমাদের স্রষ্টা, 

ছন্দ মিলুক-না মিলুক, শব্দে শব্দে লিখে যাবো 

এক একটি কবিতা, সবাই জানবে তখন

কবিতারাও রাজস্বাক্ষী হয়! 

ক্ষুধা-মন্দা, চুরি কিংবা রাজাদের খামখেয়ালি কান্ডে! 

তবুও ভাবি একদিন বিদ্রোহ হবে কবিতার বাক্য হয়ে! 


মাহতাবের ডায়েরী

০৪-১১-২১

No comments:

Post a Comment