বিষন্নতায় মিশে আছে এ শহুরে বাতাস
আড়ি পেতে শুনা যায় কান্নার আওয়াজ
স্বার্থক্ষুধায় মগ্ন আত্মার আত্মীয়তা
লুকিয়ে মুক্তি খোঁজে বোবা চাতকের দল!
বিশাল এই ক্যানভাস, এক রনতরী
যুদ্ধ যুদ্ধ খেলে শেষ যার, নয়তো লুকিয়ে
খুঁজে- মুক্তি নামক মরীচিকা!
চড়ামূল্যে পন্য ভোজন, সইচে না পকেট
তবুও মুখ ভর্তি নিরবতা, উন্নয়ন চোখেমুখে
কেউ যেন কিছু না, ঝমকালো আলোর নিচে!
হাহাকার কিংবা নীরবতা সবকিছু ঢাকা যায়
শহরের বড়সড় দালানকোঠার আড়ালে
তবুও এই অমানুষের শহরে, কেউ যেন জেগে উঠুক
নিজেদের অধিকার আর আত্মসম্মান জাগ্রত করতে!
মাহতাবের ডায়েরী
০৬-১১-২১
No comments:
Post a Comment