দীর্ঘ কালোছায়ায় ঘেরা অতীত
শুদ্ধতার খোঁজে নতুন করে;
তবুও ক্ষত আঁকারে জেগে উঠে
নতুন করে পুরাতন স্মৃতি!
ভালোবাসার দাবিদার আমিও তবুও
ভুল দরজায় কড়া নাড়ে পুরাতন ক্ষত'য়
অধিকারবোধ দেখাতে গিয়েও থেমে যায় কথা
এখনো যে মিলিয়ে নেয় কালো ছায়ায় কথা
একচিলতে ঘাড়বে গিয়েও চুপ হয়েছে মোর কথা
তবুও থেকে যাবো চুপ তোদের কথায়!
ভালোবাসার দাবিদার আমিও তবুও থেকেছি চুপ
এক চিলতে চিলতে করে অচেনা হবে সব
যদি না মিলে-
সময়ের সাথে গড়িয়ে চলা নতুন মনস্তত্ত্বতা!
মাহতাবের ডায়েরী
১৩-১১-২১
No comments:
Post a Comment