Wednesday, 20 February 2019

বৃত্তে বন্দী

দেখ, এখনো সন্ধ্যা নামে নিয়ম করে
সূর্য উঠে আগের মতো,
বসন্ত আসে হুট করে
নদীতে নৌকা চলে পাল তুলে
প্রকৃতি তার আপন গতিতে চলে
পৃথিবী আগের মতো চলছে কিন্তু
আটকে থাকা মানুষ গুলো পৃথিবীকে
করে যাচ্ছে নিষ্ঠুর, নিয়মের ভেতরে- বাহিরে
সবকিছু হচ্ছে, তবুও তা থেকে শিখছে না কিছু
সবকিছু নিয়মের মধ্যে খুঁজতে গিয়ে তুমি হয়েছ
নিষ্ঠুর, এই আটকে পড়া মানুষের মতো নিষ্ঠুর।
পৃথিবীর এই নিষ্টুর খেলায় তুমিও যুক্ত হয়েছ
তোমার মনকে তুমিও নিষ্ঠুরতা যুক্ত করেছ।

তবুও এই নিষ্ঠুরতার বাহিরে থেকে পাখিরা উড়ে
মানুষ হাসতে পারে, বাঁচতে শিখে, স্বপ্ন দেখে
তবুও মানুষ বিলাশি কাব্য গেঁথে যাচ্ছে।
কোথাও কোন সমস্যা দেখা দিচ্ছে না
এই শতকে এসে যতো সমস্যা দেখা দিচ্ছে
তা তোমার আমার মধ্যে এসেই বন্ধী হচ্ছে।

কবিতা-বৃত্তে বন্দী
মাহতাব হোসেন 

Friday, 15 February 2019

প্রিয় তুমি (আল মাহমুদ)

তুমি মরেও জীবন্ত সাক্ষী
জন্ম নেয়া তোমার সৃষ্টকাব্যে
বুঁনে যাওয়া প্রতিটা শব্দমালায়।

তুমি দিব্যি জীবন্ত গেঁথে যাওয়া বইয়ে
তুমি থাকবে অটুট- নোলকের মালায়,
তুমি আসবে আবার নতুন রূপে, রমনীর তরে
খোলা আকাশে হেঁটে চলা তরুনের মায়ায়
বহে যাবে তোমার গুণ- শহর পাড়ায়
ভালো থেকো কবি- সৃষ্ট কাব্যের মায়ায়
ভালো থেকো সৃষ্টির আড়ালে মহান হয়ে
তুমি যাবে না ভুলে তোমার সৃষ্টির রাজ্যে
রাজা হয়ে থেকে যাবে তুমি সৃষ্টকর্ম ফলে।

প্রিয় তুমি
মাহতাব হোসেন
(কবি আল মাহমুদ এর মৃত্যুতে কবির  স্মরণে আমার এই ছোট লেখা তাঁকে নিয়ে)
১৫-০২-২০১৯

Thursday, 14 February 2019

এই পথে


এই পথে হেঁটেছি একদিন
জমে আছে যতো স্মৃতি
কাশফুলের মতো নরম স্মৃতি, তবুও
ধুলো জমেছে, স্মৃতির মানুষটা হয়েছে গত
কিন্তু স্মৃতি গুলো এখনো রয়েছে জীবন্ত।

এখানে জমে আছে যতো প্রতিজ্ঞা
এখনো নিয়ম করে পালন করা হয় সবকিছু
তবুও নেই; যার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ,
সে মানুষটা।

স্মৃতিতে এখনো বেঁচে আছে, তোমার পদচারণ
নরম ঘাসে, খালি পায়ের ছাপ।।
তুমি হাসলে প্রকৃতি হাসে, যেন পাখিরাও হাসে
তবুও কবিতা আসে, পেলে আসা তোমায় ভেবে।    
তুমি মৃত আমার আত্মায়, তুমি স্মৃতি আমার আঙ্গিনায়
তবুও তুমি মিশে আছো আমার অঙ্গ জুড়ে।



কবিতা- এই পথে
মাহতাব হোসেন
ছবিঃ মাহতাব হোসেন