Friday, 15 February 2019

প্রিয় তুমি (আল মাহমুদ)

তুমি মরেও জীবন্ত সাক্ষী
জন্ম নেয়া তোমার সৃষ্টকাব্যে
বুঁনে যাওয়া প্রতিটা শব্দমালায়।

তুমি দিব্যি জীবন্ত গেঁথে যাওয়া বইয়ে
তুমি থাকবে অটুট- নোলকের মালায়,
তুমি আসবে আবার নতুন রূপে, রমনীর তরে
খোলা আকাশে হেঁটে চলা তরুনের মায়ায়
বহে যাবে তোমার গুণ- শহর পাড়ায়
ভালো থেকো কবি- সৃষ্ট কাব্যের মায়ায়
ভালো থেকো সৃষ্টির আড়ালে মহান হয়ে
তুমি যাবে না ভুলে তোমার সৃষ্টির রাজ্যে
রাজা হয়ে থেকে যাবে তুমি সৃষ্টকর্ম ফলে।

প্রিয় তুমি
মাহতাব হোসেন
(কবি আল মাহমুদ এর মৃত্যুতে কবির  স্মরণে আমার এই ছোট লেখা তাঁকে নিয়ে)
১৫-০২-২০১৯

No comments:

Post a Comment