সূর্য উঠে আগের মতো,
বসন্ত আসে হুট করে
নদীতে নৌকা চলে পাল তুলে
প্রকৃতি তার আপন গতিতে চলে
পৃথিবী আগের মতো চলছে কিন্তু
আটকে থাকা মানুষ গুলো পৃথিবীকে
করে যাচ্ছে নিষ্ঠুর, নিয়মের ভেতরে- বাহিরে
সবকিছু হচ্ছে, তবুও তা থেকে শিখছে না কিছু
সবকিছু নিয়মের মধ্যে খুঁজতে গিয়ে তুমি হয়েছ
নিষ্ঠুর, এই আটকে পড়া মানুষের মতো নিষ্ঠুর।
পৃথিবীর এই নিষ্টুর খেলায় তুমিও যুক্ত হয়েছ
তোমার মনকে তুমিও নিষ্ঠুরতা যুক্ত করেছ।
তবুও এই নিষ্ঠুরতার বাহিরে থেকে পাখিরা উড়ে
মানুষ হাসতে পারে, বাঁচতে শিখে, স্বপ্ন দেখে
তবুও মানুষ বিলাশি কাব্য গেঁথে যাচ্ছে।
কোথাও কোন সমস্যা দেখা দিচ্ছে না
এই শতকে এসে যতো সমস্যা দেখা দিচ্ছে
তা তোমার আমার মধ্যে এসেই বন্ধী হচ্ছে।
কবিতা-বৃত্তে বন্দী
মাহতাব হোসেন

অসাধারন।
ReplyDelete