এই পথে হেঁটেছি একদিন
জমে আছে যতো স্মৃতি
কাশফুলের মতো নরম স্মৃতি, তবুও
ধুলো জমেছে, স্মৃতির মানুষটা হয়েছে গত
কিন্তু স্মৃতি গুলো এখনো রয়েছে জীবন্ত।
এখানে জমে আছে যতো প্রতিজ্ঞা
এখনো নিয়ম করে পালন করা হয় সবকিছু
তবুও নেই; যার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ,
সে মানুষটা।
স্মৃতিতে এখনো বেঁচে আছে, তোমার পদচারণ
নরম ঘাসে, খালি পায়ের ছাপ।।
তুমি হাসলে প্রকৃতি হাসে, যেন পাখিরাও হাসে
তবুও কবিতা আসে, পেলে আসা তোমায় ভেবে।
তুমি মৃত আমার আত্মায়, তুমি স্মৃতি আমার আঙ্গিনায়
তবুও তুমি মিশে আছো আমার অঙ্গ জুড়ে।
কবিতা- এই পথে
মাহতাব হোসেন
![]() |
| ছবিঃ মাহতাব হোসেন |

No comments:
Post a Comment