Sunday, 31 December 2017

অনুক্ষণ

‌অনুক্ষণ
মাহতাব হোসেন

দূর পাহাড় ঘেঁষে থাকে আকাসের গায়ে
বিশদ নদী এসে ঠাই নেয় সমুদ্রজলে
ঝর্না ঝরে পড়ে ক্ষণেক্ষণে সমতলে
মনুষ্য দেখা দেয় আচার-আচরণে
ভালোবাসা ফুটে উঠে আকাল সময়ে।

শিল্প জেগে উঠে কখনো বা প্রয়োজনে
প্রেম খুঁজে বেড়ায় হারাবার পরে,
বাঁচার কদর বাড়ে মরনকালে।

অতিপ্রেম জাগে ঘনঘন - স্বার্থ খর্বে
অন্ধপ্রেম রাখে করে কৃতদাস হয়ে,
আশা অতি করে দিত -মুল লক্ষ্যস্থল।

ভালোবেসে যে গান আওড়ায় না আজ
কাল বা সে গান পায় না পূর্বাধিকার।

যে ভালোবাসা আসে না স্বজাতিতে
সে ভালোবাসায় নেই স্বভূমি প্রেম,
যে শাসক বার বার প্রতিশ্রুতিতে ব্যর্থ,
প্রতিবারই থেকেছে স্বার্থচিন্তায় প্রমুখ।


Saturday, 30 December 2017

তুমি আর আমি

কোন এক মেঘলা বিকেলে তুমি
আর আমি নীলক্ষেতে সেই গলিতে 
কিনতে গেলাম তোমারি পছন্দের দুইখানা বই।

মুখভরা হাসি নিয়ে তুমি যখন বই হাতে দাঁড়িয়ে
আমি তখন ঠিক তোমারি পাশে দাঁড়িয়ে জনতার
ছুটাছুটি আর দৌড়াদৌড়ি দেখে আকাশে একপলক
তাকিয়ে তোমারি দিকে মুখটা ফিরিয়ে আনলাম।  
তুমি তখন বৃষ্টির আগমনকে স্বাগত জানিয়ে
আমার হাত খানা ধরে রাস্তায় নেমে পরলে।

তার পর কি ঘটেছে তুমি কি মনে করতে পারো?

তার পর বৃষ্টির মধ্যে আমাদের উৎকর্ষতা দেখে
কিছু জনতা আমাদের দিকে তাকিয়ে নিজেরা
নিজেদের মধ্যে চোখাচোখি করতে লাগলো।  
কিন্তু তারা তো জানে না তুমি আর আমি কতো
দিবানিশি এই রকম একটা মুহূর্তের অপেক্ষায় ছিলাম।

তারপর?
তারপর তুমি আর আমি বৃষ্টিকে নিজেদের
গায়ে বরণ করে একটি রিক্সায় উঠলাম। তখন তুমি
আমার হাতখানা তোমার কোমলতা দিয়ে জড়িয়ে নিলে।

কিছুটা পথ আসার পর তোমারি মুখপানে তাকিয়ে আবিষ্কার
করলাম নতুন এক রমণীর মুখমণ্ডল। তুমি তখন তোমার পাণে
চেয়ে থাকার কারনটা জানতে চাইলে। আমি প্রেমময় পুরুষের মতো
করে তোমারি রূপের কথা ব্যাখা করলাম। যে রূপেতে বৃষ্টির ছোঁয়া লেগে
কোমলতার পরিমান দ্বিগুণ হয়ে গেলো।
একথা শুনে তুমি আমাকে যে উপহারটা দিলে
তা ছিলো আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। 

তুমি কি একটা কথা জানো?
হয়তো এখানে না জানারও কিছু নেই কিন্তু আমি বলে যাবো
তোমার আমার পরিচয়ের পর বিয়ে তার পর ঘরসংসার ছেলেমেয়ে
তারপরেও ভালোবাসা আমাদের নিকট অফুরুন্ত রয়ে গেছে।
এখন কি তুমি আমাকে সেই বৃষ্টির দিনের উপহারটা ফিরিয়ে দিবে?

Friday, 29 December 2017

নিশি কাব্য

রাত্রি বড্ড খারাপ,
লুকিয়ে থাকা কষ্ট গুলো উকি দেয়,
হায়নার মতো জাপটে পড়ে দু:খ-সুখের মুখ,
নিষ্ঠুর সত্তাও হু হু করে কেঁদে উঠে
পুরাতন ক্ষত ঘেটে।
রাত্রি বড্ডই খারাপ, রাতের মতোই কালো,
ইতিহাস-কালো অধ্যায় মিলে; রাত্রি এলে শেষে।
মাহতাব হোসেন
ডিসেম্বর ৩০, ২০১৭।

আড়াল

দেখো নাই নীড়, নিরাপদ আশ্রয়কেন্দ্র।
দেখো নাই মায়া, প্রজন্মের বন্ধনকেন্দ্র।
দেখো নাই সভ্যতা, মহৎ কল্যাণস্থল।
দেখো নাই মাতৃত্ব, ভালোবাসার ফল।
দেখো নাই সমুদ্র, স্রষ্টার বিশালতা।
দেখো নাই প্রেম, দুটি মনের শক্তি।
দেখো নাই নবজাতক, নিষ্পাপ ফুল।

আহা!
তুমি নাই যদি দেখো, ভুল তোমার সৃষ্টি-জগত,
তুমি চক্ষু রেখেছে করে আলস্য,
পাড়িয়েছো ঘুম তোমার অন্তজগত।

Tuesday, 12 December 2017

মিথ্যে কাব্য

জীবন গিয়েছে হেরে, বহু আগে
থেমেছে ফুলের সৌরভ।
গত হয়েছে কাকডাকা দুপুর,
খাঁ খাঁ রৌদ্রুরে হাক পড়ে না
দূরে কোন ফেরিওয়ালার কন্ঠে।
মেনেও গিয়েছে জীবন
তবুও কোথায় থেকে তেড়ে আসে
পিছুটান নামক মিথ্যে আবেগেরা।