Sunday, 31 December 2017

অনুক্ষণ

‌অনুক্ষণ
মাহতাব হোসেন

দূর পাহাড় ঘেঁষে থাকে আকাসের গায়ে
বিশদ নদী এসে ঠাই নেয় সমুদ্রজলে
ঝর্না ঝরে পড়ে ক্ষণেক্ষণে সমতলে
মনুষ্য দেখা দেয় আচার-আচরণে
ভালোবাসা ফুটে উঠে আকাল সময়ে।

শিল্প জেগে উঠে কখনো বা প্রয়োজনে
প্রেম খুঁজে বেড়ায় হারাবার পরে,
বাঁচার কদর বাড়ে মরনকালে।

অতিপ্রেম জাগে ঘনঘন - স্বার্থ খর্বে
অন্ধপ্রেম রাখে করে কৃতদাস হয়ে,
আশা অতি করে দিত -মুল লক্ষ্যস্থল।

ভালোবেসে যে গান আওড়ায় না আজ
কাল বা সে গান পায় না পূর্বাধিকার।

যে ভালোবাসা আসে না স্বজাতিতে
সে ভালোবাসায় নেই স্বভূমি প্রেম,
যে শাসক বার বার প্রতিশ্রুতিতে ব্যর্থ,
প্রতিবারই থেকেছে স্বার্থচিন্তায় প্রমুখ।


No comments:

Post a Comment