জীবন গিয়েছে হেরে, বহু আগে থেমেছে ফুলের সৌরভ। গত হয়েছে কাকডাকা দুপুর, খাঁ খাঁ রৌদ্রুরে হাক পড়ে না দূরে কোন ফেরিওয়ালার কন্ঠে। মেনেও গিয়েছে জীবন তবুও কোথায় থেকে তেড়ে আসে পিছুটান নামক মিথ্যে আবেগেরা।
No comments:
Post a Comment