Friday, 29 December 2017

আড়াল

দেখো নাই নীড়, নিরাপদ আশ্রয়কেন্দ্র।
দেখো নাই মায়া, প্রজন্মের বন্ধনকেন্দ্র।
দেখো নাই সভ্যতা, মহৎ কল্যাণস্থল।
দেখো নাই মাতৃত্ব, ভালোবাসার ফল।
দেখো নাই সমুদ্র, স্রষ্টার বিশালতা।
দেখো নাই প্রেম, দুটি মনের শক্তি।
দেখো নাই নবজাতক, নিষ্পাপ ফুল।

আহা!
তুমি নাই যদি দেখো, ভুল তোমার সৃষ্টি-জগত,
তুমি চক্ষু রেখেছে করে আলস্য,
পাড়িয়েছো ঘুম তোমার অন্তজগত।

No comments:

Post a Comment