Friday, 29 December 2017

নিশি কাব্য

রাত্রি বড্ড খারাপ,
লুকিয়ে থাকা কষ্ট গুলো উকি দেয়,
হায়নার মতো জাপটে পড়ে দু:খ-সুখের মুখ,
নিষ্ঠুর সত্তাও হু হু করে কেঁদে উঠে
পুরাতন ক্ষত ঘেটে।
রাত্রি বড্ডই খারাপ, রাতের মতোই কালো,
ইতিহাস-কালো অধ্যায় মিলে; রাত্রি এলে শেষে।
মাহতাব হোসেন
ডিসেম্বর ৩০, ২০১৭।

No comments:

Post a Comment