Wednesday, 3 January 2018

সোনালী রোদ্দুর

সোনালী রোদ্দুর
মাহতাব হোসেন

ভোরের শিশিরে প্রথম কুয়াশা তোর চাহনিতে
হেমন্তে সোনালী রোদ্দুর আসে তোর চুলের আকেবাকে
শীতল মায়া খেলে যায় তোর চোখের পলকে
একরাশ ভালোবাসা ছুঁয়ে যায় তোর শরীর জুড়ে
আধোআধো কণ্ঠে ভেসে আসে তোর মিষ্টি সুর
কাঠপোড়া রোদেজ্বলে মন চায় তোকে ছুঁই।

তোকে খুঁজে খুঁজে তৃষ্ণা জাগে এই মনে
তোকে কল্পনায় ভেবে ভেবে ব্যাকুল এই হৃদয়
তোকে চাই গ্রীষ্মে, তোকে চাই বর্ষায়, তোকে চাই
ঋতুরাজ বসন্তে কোকিল ডাকা বিকেলে।

ঘুটঘুটে অন্ধকারে তোকে চাই প্রদীপ রুপে
কণকণে শীতে তোকে চাই উষ্ণতা পেতে,
তোকে চাই দুপুর-বিকেল, সন্ধ্যা-রাত্রি
তোকে চাই আমি প্রথম সকাল।

No comments:

Post a Comment