পর্দা
মাহতাব হোসেন
নিজেকে ডেকেছিলে এক কাপড়ে
পর্দার আড়ালে মায়াবী চোখদুটো
জাদু খেলে যায় দেখে মনের গহীনে।
একনজর দেখার আকুতি-ঢাকা মুখ,
পর্দায় আড়ালে থাকা রুপবতী কন্যা।
প্রেমের ফাঁদে রেখে দেখা মিলে কন্যার
পর্দার আড়ালে থাকা লাবণ্যমাখা মুখ।
যাদুময়ী চেহারায় কাটতে চায় না ঘোর
দিতে চায় না মন আবার পর্দায় লুকাতে।
হুট করে একদিন কন্যা লজ্জাশরম ভুলে
ছলছল মুখে বলে আর নয়-পর্দায় ঢাকা।
পর্দায় ঢাকা মুখ অন্যভাবে নিজেকে দেখতে চায়
ভালোবাসা ভালোবাসা নামক খেলায় জড়িয়ে।
প্রেমিক নিশ্চুপ, নীরব ভূমিকায় থাকতে চায়
ভালোবাসায় এসে স্বাধীনতায় হানা দিতে চায় না
তবুও মন সয় না পর্দায় লুকিয়ে থাকা-
যাদু উম্মচোন হোক সবার মাঝে।
No comments:
Post a Comment