Thursday, 18 January 2018

জাতি

বই থেকে বিমুখ জাতি তাতে 
বাড়ছে বুদ্ধিজীবী- আতেলের ঘর,
আওড়াচ্ছে স্থুলচিন্তা, তলে জমে শ্যাওলা।

বাড়ছে ক্রাইসিস, বাড়ছে বুদ্ধিলোপ,
কাগজের দরে জ্ঞানী, কেজি দরে জ্ঞান,
হচ্ছে অপচয় বইয়ে কালি, বাড়ছে জটলা শব্দে।

হচ্ছে জ্ঞানদূষণ, বাড়ছে তাতে ছাপোষা জাত,
জ্ঞানী পাচ্ছে সাম্রাজ্য- চাটুকারি আর চামচামির,

গুণী লোক সে, যে তোলে দাবি নিজ থেকে,
কদর জমে তার যে বলে সে'ই সেরা- জ্ঞানী।
সমাজ শিখরে তাকিয়ে দেখো- চোর, ডাকাত, অসৎ,
তারা'ই গুণী, তারা'ই জ্ঞানী; তারা'ই সর্বেসর্বা। 

আদর্শ থেকে দূরে এসে গড়ছে এক মহান জাতি
বই থেকে দূরে এসে হচ্ছে অন্য এক জ্ঞানী জাতি
রাজনীতি নামে নোংরামি খেলে হচ্ছে সবাই মহান নেতা।

দেশ প্রেম প্রেম খেলে গড়ছে তাতে অর্থের পাহাড়
আধুনিকতা নাম করে দিচ্ছে নৈতিকতায় বির্ষজন
ধর্মের নাম করে করে দিচ্ছে মানব ধর্মে ভরাডুবি।

এ এক অনন্য জ্ঞানী জাতি, এই এক আজব সৃষ্টি
স্রষ্টার কৃপায় বেঁচে আছে সে - ধংস যে প্রাপ্য তার।

No comments:

Post a Comment