একদিন আমার খোঁজে ছেদে যাবে তোমার শহর
ছাপবে বিজ্ঞপ্তি পত্রিকার পাতায় জুড়ে জুড়ে
দেয়াল জুড়ে বড় অক্ষরে অক্ষরে লেখা থাকবে
আমাকে পাওয়ার আশায় শত শত দু:খ ভরা কাব্য।
একদিন কাকডাকা দুপুরে বারান্দায় দাঁড়িয়ে
রোদেলা সময়ে তুমি খুঁজবে আমার চেয়ে,
বারান্দায় ঝুলে থাকা গুল্মলতা খেলবে
দোল- তোমার ন্যায় অপেক্ষায় চেয়ে।
একদিন আমাকে খুঁজে খুঁজে তোমার
শহর জুড়ে জমবে হতাশায় ছায়া
ক্লান্তির ছাপ পরবে তোমার শহরে;
প্রতিটা অলিগলি আর রাস্তায় রাস্তায়।
একদিন আমাকে খুঁজে খুঁজে ক্লান্ত হবে তুমি
নিত্য নিখোঁজ সংবাদে চেপে যাবে আমার সংবাদ।
ব্যস্ততায় কেউ রাখবে না খোঁজ কেনা বা আমি নিখোঁজ?
No comments:
Post a Comment