Saturday, 18 March 2017

রূপের কবি

     
তাকে নিয়ে হবে না বলা শেষ,
প্রতিটা অঙ্গের জন্যে প্রয়োজন আলাদা বিশেষন।

চোখ দুটো ফেরানো যায় না
যখন পড়ে নজর।

দিল তাহার অনেক নরম
জেনো ফুলের পাপড়ির ছোঁয়া রয়েছে তাতে।
লাগে না বলা হাজার কথা
বুঝতে দিতে তাকে।

চুল গুলো বেনি করা
নিকশ কালো কেশে।

চোখ দুটো টানা টানা
কালো কাজল শেষে।

চোখে তার মায়ার জাল
ফেরানো যায় না দেখা শেষে।
এই মায়ায় বন্ধী হলে যাবে না
ফেরা বাড়ি ফেরা তাকে ছাড়া।

No comments:

Post a Comment