নারী, তুমি বোকা তুমি অন্যের ভোগ্য পণ্য
তুমি পুরুষের হাতের খেলনা, কাঠের পুতুল।
তুমি পুরুষের হাতের খেলনা, কাঠের পুতুল।
নারী, তুমি প্রতিবাধী অধিকার আদায়ী
তুমি পুরুষের সাজানো গল্পের চিত্রনাট্য।
তুমি পুরুষের সাজানো গল্পের চিত্রনাট্য।
নারী, তুমি সচেতন, সোচ্চার অধিকারে
তুমি কর্পোরেটের একটা চরিত্র মাত্র।
তুমি কর্পোরেটের একটা চরিত্র মাত্র।
নারী, তুমি আজ স্বাধীন নিজের পোষাকে
তুমি জানো ভাবনা কেনো গুজিয়েছে মাথায়?
তুমি জানো ভাবনা কেনো গুজিয়েছে মাথায়?
নারী, তুমি ভাবো পুরুষ থেকে হচ্ছো আলাদা
ভুল, তুমি বোকা। শরীরের নতুন দাসত্ব মাত্র।
ভুল, তুমি বোকা। শরীরের নতুন দাসত্ব মাত্র।
নারী, তুমি ভাবো পুরুষ দিয়েছে মনের স্বাধীনতা
তুমি জানো? পুরুষ চায় তোমায় খোলামেলা আপদমস্তক।
তুমি জানো? পুরুষ চায় তোমায় খোলামেলা আপদমস্তক।
নারী, সমাজ যখন তাদের মত বিরোধ তারা বলে ট্যাবু
তুমি জানো? তারা ধর্ম আর মূল্যবোধেও ট্যাবু খোঁজে।
তুমি কি জানো? তারা চায় তুমি তাদের অনুগত হও।
তুমি জানো? তারা ধর্ম আর মূল্যবোধেও ট্যাবু খোঁজে।
তুমি কি জানো? তারা চায় তুমি তাদের অনুগত হও।
নারী, তুমি জানো তারা কি চায় তোমার কাছে?
তুমি জানবে কি করে তুমি তো সর্বকালেই ব্যবহৃত।
তারা চায় হস্তক্ষেপ, তারা চায় করুণা দিতে
তোমার মধ্যে থাকা তোমাকে গিলে খেতে।
তুমি জানবে কি করে তুমি তো সর্বকালেই ব্যবহৃত।
তারা চায় হস্তক্ষেপ, তারা চায় করুণা দিতে
তোমার মধ্যে থাকা তোমাকে গিলে খেতে।
নারী, আমি বলছি না তুমি কারো মত- বিমতে যাও
তুমি ভাবো, তুমি বুঝো, তুমি দেখো নোংরামি।
তুমি ভাবো, তুমি বুঝো, তুমি দেখো নোংরামি।
নারী, তুমি আমার কথা শুনে হাসছো? মৌলবাদী ভাবছো?
তুমি ভুল, তুমি বোকা। ধর্ম থেকে তারা তোমাকে দূরে সরাচ্ছে,
বানাচ্ছে আমার মতো বলে যাওয়া মানুষকে মৌলবাদী।
তুমি ভুল, তুমি বোকা। ধর্ম থেকে তারা তোমাকে দূরে সরাচ্ছে,
বানাচ্ছে আমার মতো বলে যাওয়া মানুষকে মৌলবাদী।
নারী, তুমি বুঝবে একদিন ঠিকই বুঝবে, দিন আসবে।
তুমি জানো? সেদিন তুমি কান্নায় ভেঙ্গে পড়বে!
জানো? সেদিন নিজেকে কতো নিচু অবস্থায় খুঁজে পাবে,
না এখন তোমার জানার কথা নয়, সুযোগও নেই।
নারী, এই সমাজ তোমাকে নিয়ে খেলে, কর্তার রদবদলে
তুমি হাতে হাতে বলের মতো বাঁক খাও একজনে একরকমে।
তুমি জানো? সেদিন তুমি কান্নায় ভেঙ্গে পড়বে!
জানো? সেদিন নিজেকে কতো নিচু অবস্থায় খুঁজে পাবে,
না এখন তোমার জানার কথা নয়, সুযোগও নেই।
নারী, এই সমাজ তোমাকে নিয়ে খেলে, কর্তার রদবদলে
তুমি হাতে হাতে বলের মতো বাঁক খাও একজনে একরকমে।
নারী! তুমি তো পরীক্ষামূলক গবেষণার বস্তু, জানো?
তুমি বুঝবে না, জানি। পুরুষ তোমাকে নিয়ে গবেষণা করে।
তুমি বুঝবে না, জানি। পুরুষ তোমাকে নিয়ে গবেষণা করে।
তুমিও জানবে একদিন। ওইদিন তোমারও আসবে।

ভালো হয়েছে :)
ReplyDelete