Wednesday, 17 November 2021

কবিতা

 তাহার সাথে প্রেম নেই,

নেই কোন সংঘাত, 

ধৈর্যবান হয়েও হচ্ছে না লেখা,

তবুও মিটিমিটি আশা নিয়ে ভাবি 

যদি আসে সে চিন্তাকালে নিরালায়, 

প্রিয় কবিতার দল-মাঝেমাঝে চিন্তা করি

যদি হতে পারি তোমাদের স্রষ্টা, 

ছন্দ মিলুক-না মিলুক, শব্দে শব্দে লিখে যাবো 

এক একটি কবিতা, সবাই জানবে তখন

কবিতারাও রাজস্বাক্ষী হয়! 

ক্ষুধা-মন্দা, চুরি কিংবা রাজাদের খামখেয়ালি কান্ডে! 

তবুও ভাবি একদিন বিদ্রোহ হবে কবিতার বাক্য হয়ে! 


মাহতাবের ডায়েরী

০৪-১১-২১

বিষন্ন শহর

 বিষন্নতায় মিশে আছে এ শহুরে বাতাস 

আড়ি পেতে শুনা যায় কান্নার আওয়াজ 

স্বার্থক্ষুধায় মগ্ন আত্মার আত্মীয়তা 

লুকিয়ে মুক্তি খোঁজে বোবা চাতকের দল! 


বিশাল এই ক্যানভাস, এক রনতরী 

যুদ্ধ যুদ্ধ খেলে শেষ যার, নয়তো লুকিয়ে

খুঁজে- মুক্তি নামক মরীচিকা!


চড়ামূল্যে পন্য ভোজন, সইচে না পকেট 

তবুও মুখ ভর্তি নিরবতা, উন্নয়ন চোখেমুখে 

কেউ যেন কিছু না, ঝমকালো আলোর নিচে! 


হাহাকার কিংবা নীরবতা সবকিছু ঢাকা যায়

শহরের বড়সড় দালানকোঠার আড়ালে 


তবুও এই অমানুষের শহরে, কেউ যেন জেগে উঠুক 

নিজেদের অধিকার আর আত্মসম্মান জাগ্রত করতে! 


মাহতাবের ডায়েরী

০৬-১১-২১

অতীত

 দীর্ঘ কালোছায়ায় ঘেরা অতীত 

শুদ্ধতার খোঁজে নতুন করে;

তবুও ক্ষত আঁকারে জেগে উঠে 

নতুন করে পুরাতন স্মৃতি! 


ভালোবাসার দাবিদার আমিও তবুও

ভুল দরজায় কড়া নাড়ে পুরাতন ক্ষত'য় 

অধিকারবোধ দেখাতে গিয়েও থেমে যায় কথা 

এখনো যে মিলিয়ে নেয় কালো ছায়ায় কথা

একচিলতে ঘাড়বে গিয়েও চুপ হয়েছে মোর কথা 

তবুও থেকে যাবো চুপ তোদের কথায়! 


ভালোবাসার দাবিদার আমিও তবুও থেকেছি চুপ 

এক চিলতে চিলতে করে অচেনা হবে সব 

যদি না মিলে-

সময়ের সাথে গড়িয়ে চলা নতুন মনস্তত্ত্বতা! 


মাহতাবের ডায়েরী

১৩-১১-২১

ক্ষুধার্ত তুমি

 এই ক্ষুধার্ত বেকুপের দল ক্ষুধার যন্ত্রনায় না ভুগে 

অধিকার আদায়ে জ্বালাময়ী হওয়, তুমি ক্ষুধার্ত 

কারন তুমি বোকা, তুমি ক্ষুধার্ত কারন তুমি সচেতন না,

তোমার অধিকার নিয়ে তুমি নিশ্চুপ, জড়ো পদার্থের ন্যায় 

তোমারই সুযোগে যালিমের দল কেঁড়ে নিচ্ছে তোমার অন্ন 

তোমার আয়ের ভাগ, তুমি চুপ তাই চোরেরা বেড়ে উঠে 

তোমার হক মেরে খায়, তারপরেও পাথরের ন্যায় অনড় 

অধিকার নিয়ে আওয়াজ তুলবে না এই শপথে! 


ক্ষুধার যন্ত্রনায় তোমার শরীর কাবু, মন দুর্বল তবুও 

বিপ্লব জাগে না মনে, শুধু ভাব সুদিন আসবে;

এই দুর্বল মানুষিকতা তোমার পতনের কারন তবুও

তুমি বুঝ না ক্ষুধার জ্বালায় কেন মানুষ রাজপথে নামে 

কেন যুগে যুগে বিপ্লবী জন্মায় যালিমদের নিপাত ঘটাতে, 

তুমি চুপ বলে নতুন প্রজন্মের অধিকারকেও বঞ্চিত রাখ 

নতুন পৃথিবীর কাছে তুমিও অপরাধী, তুমি ব্যর্থ বলে! 

প্রজন্মের বাহকেরাও ক্ষুধার্ত পৃথিবী পাবে যদি না জেগে উঠে তোমার কণ্ঠে শোষনের বিরুদ্ধচারী আওয়াজ!


কবিতা-ক্ষুধার্ত তুমি

মাহতাব হোসেন 

Saturday, 28 August 2021

আর্জি-কবিতা

একবার করে স্রষ্টার প্রেমে নতুন ভাবে ডুবি

নতুন দিনটিতে আবার জেগে উঠেছি বলে

নতুন ভাবে মনে আসে শুকরিয়া
নিজের অস্তিত্বকে উপলব্ধি করতে পারছি বলে,
নতুন করে স্রষ্টাকে আবার ভয় করি,
আমার মতো কেউ যখন বিদায় নেয়!
এই অধমের ভয় বেশী, পাপ যে জমে একাকার,
হিসেবে পাল্লা মাপতে গেলে পাবো না ছাড়, তবুও
তোমার দয়ার সাগর যে মস্ত বড়, এইতো ভরসা!
তবুও এই পাপাচারীর একটু আর্জি আবার;
হয় যেন বিদায় বেলা- আলোআধারি সকালে প্রার্থনায়!

Wednesday, 19 February 2020

চেনা অচেনা

দুঃখ শুনার জন্যে একটা নিরাপদ স্থান থাকে
ইচ্ছে জানানোর একজন সঙ্গী থাকে
মন বুঝার জন্যে একজন কেউ থাকে
তোমার, তুমি ছাড়া আর কে আছে?

স্রোতধারা অন্ধকারে তোমার ভাবনায়
ভেসে উঠে না আপন বলে আছে কেউ পাশে?
তুমি কি ভাবো না, মানুষ একা থাকতে পারে না?
নাকি ভাবো, কেউ আপন হয়ে থাকতে চায় না!

মাহতাবের ডায়েরী
১৮-০২-২০২০।

Wednesday, 20 February 2019

বৃত্তে বন্দী

দেখ, এখনো সন্ধ্যা নামে নিয়ম করে
সূর্য উঠে আগের মতো,
বসন্ত আসে হুট করে
নদীতে নৌকা চলে পাল তুলে
প্রকৃতি তার আপন গতিতে চলে
পৃথিবী আগের মতো চলছে কিন্তু
আটকে থাকা মানুষ গুলো পৃথিবীকে
করে যাচ্ছে নিষ্ঠুর, নিয়মের ভেতরে- বাহিরে
সবকিছু হচ্ছে, তবুও তা থেকে শিখছে না কিছু
সবকিছু নিয়মের মধ্যে খুঁজতে গিয়ে তুমি হয়েছ
নিষ্ঠুর, এই আটকে পড়া মানুষের মতো নিষ্ঠুর।
পৃথিবীর এই নিষ্টুর খেলায় তুমিও যুক্ত হয়েছ
তোমার মনকে তুমিও নিষ্ঠুরতা যুক্ত করেছ।

তবুও এই নিষ্ঠুরতার বাহিরে থেকে পাখিরা উড়ে
মানুষ হাসতে পারে, বাঁচতে শিখে, স্বপ্ন দেখে
তবুও মানুষ বিলাশি কাব্য গেঁথে যাচ্ছে।
কোথাও কোন সমস্যা দেখা দিচ্ছে না
এই শতকে এসে যতো সমস্যা দেখা দিচ্ছে
তা তোমার আমার মধ্যে এসেই বন্ধী হচ্ছে।

কবিতা-বৃত্তে বন্দী
মাহতাব হোসেন