অসভ্য আমি।
মাহতাব হোসেন
আমি কবি নহে, কবিতা দেখি।
আমি প্রেমিক নহে, প্রেম করি।
আমি ধর্মভীরু নহে, ধার্মিক খুঁজি।
আমি প্রগতিশীল নহে, কুসংস্কার আদতে।
আমি শান্তির প্রতিশ্রুতি দাতা নহে,
অশান্তি কামনায়।
আমি মীরজাফর নহে, অসংখ্য মীরজাফর আত্মায়।
আমি আস্থাহীন নহে, আস্থা আমাকে কুঁড়ে খায়।
আমি পীড়িত নহে, সমাজ আমাকে পীড়া দেয়।
আমি তাড়িত নহে, বিবেক আমায় তাড়না দেয়।
আমি দেশদ্রোহী নহে, কলম আমায় বিপ্লবী
বানায়।
আমি সব কিছুর নিম্নে নহে, তবে কেনো ঊর্ধ্বে নহে?
আমি কবি নহে, বুজুর্গদের কাছে ঠিকই হবো
একদিন।
আমি ভণ্ড নহে , তবে একদিন আমাকেও ডাকা
হবে।
আমি ভীতু নহে , সাহসী একদিন আমাকেও
খুঁজিবে
এই বলে যাই লিখে, যদি জুটে পানি মরুতে।

ভাল লেগেছে।
ReplyDelete