Saturday, 22 April 2017

শেষ দেখা- কবিতা



মনে আছে শেষ দেখার কথা
তোমার মনে কতই না ইচ্ছে,
দেখিয়েছো তখন আমার গালে
অনুভবে দিয়েছিলে চুম্বন; অসহনীয় ভাবে,
পড়েছে দাগ, দেখেছে মানুষ- নরম গালে চেয়ে। 


মাঝ ঘুমে আজও উঠি আঁতকে যখন ভাবি,  
 সে ব্যাথায় কিভাবে ছিলামও বা আমি চুপসে!
এ যেন তোমার কামনায় ডুবে রেখেছিলো,
আমার শরীরের প্রতিটি অনুভূতির দুয়ার। 


মনের তীব্র কামনা ছিলো তোমার হাতিয়ার,
শরীরের বেধম যৌবনা, যুগিয়েছে শক্তি;
এই দু'য়ে মিলে যেনো জাগিয়েছে লালসা 
আমার তুলতুলে গালখানার অন্তবিন্দুতে। 
তোমার চুম্বনে আমি হয়েছি বিস্মিত; হয়েছি স্তব্ধ। 
আমি নির্বাক আমি ক্ষুব্ধ- এ যেন ভোগের বস্তু। 


আমি ভীতু, তোমাকে ভোগ করার ইচ্ছে আমার নেই। 
আমি ফুলের সৌরভ ভালোবাসি, ছিঁড়ে ফেলার
হিম্মত আমার আজন্মেও হবে না, এই রাখি দাবি।

তোমার রিষ্টপুষ্ট দেহে যৌবন টলমলে
তোমায় দেখে কামনা জাগে কতো মনে। 
আমার মন বিষাদে ভরে যায় যখন ভাবি
কামনার ঘোরে, তোমার স্তন আমার হাতে।

আমি তোমার ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলি না,
আমি নিজেকে প্রশ্ন করি; ভালোবাসা আসলে কি? 
এ কি শরীরে থাকে, না সে মনের বিষয় মাত্র!
ঘুরে ফিরে প্রশ্নরা; তবুও আশে না মনমতো; 
আমি খুঁজি-যাযাবরের মতো হন্য হয়ে,
ভাবি প্রলাপের ঘোরে-এক জীবনে
ভালোবাসা কেন বা হবে ভোগের বস্তু!

মাহতাব হোসেন
২৩ই এপ্রিল, ২০১৭

শেষ দেখা- কবিতা । মাহতাব হোসেন 

1 comment: