অপূর্ব সুন্দরে ঢেকেছে রুপ
শরীর আর দেহের গড়নে
তবু পাইনা ভরসা তা দেখে,
অচেনা বলে ভাবি মনের কথা
দুজন দুজনাতে যে দেদার তফাৎ।
রুপ দেখে বলতে পারি না নিশ্চিন্তে
মনের সৌন্দর্যরূপ কি দেহের মতো?
শরীর দেখে যে কামনা জাগায় শরীররে
মন দেখে সে কামনা কি জাগায় মনরে?
এ জেন ভারি চিন্তার বস্তু, এ জেনো
কামনা আর মুক্ত থাকার চিন্তা একই সাথে।
আমি শরীরের পূজারি, আমি মনের কবি,
আমি শরীরে কামনা খুঁজি, মনে খুঁজি ছন্দ।
যে দেহে ছন্দ নাই সে দেহে আগুন জ্বেলে
কি বা আসে এই অশান্ত মনে;
মন যেখানে শান্তি না ই পায়, শরীর সেখানে
শান্ত রেখে কি বা আসে যায় কবি মনে।
মাহতাব হোসেন
এপ্রিল ২১, ২০১৭।
মনের গড়ন- কবিতা । মাহতাব হোসেন

No comments:
Post a Comment