Tuesday, 25 April 2017

আত্মার বিয়োগ- কবিতা


দীর্ঘ অপেক্ষায় পরে থাকে মন
বাড়ির পাশে ষ্টেশন পানে,
ট্রেনের হুইসেল'এ নেচে উঠে মন
যেন এখনি চলে এসেছে প্রাণ।
দীর্ঘ দিনে গড়া এই বাঁধন, দুজন যেন
একই সুতোয় গড়া প্রাণ, একই অনুভূতি।
আগে তো হয় নি এমন, যখন গড়েনি বাঁধন
বাঁধনের টানে মন করে কেমন কেমন; মন যেন
রয়েছে পরে ওই লোকমন্দিরের ষ্টেশনে।

ঐদিন দিয়েছিলেন চিঠি বলেছিলেন তাতে,
আসিবেন ফিরে বাড়ি, কোন এক বসন্তের বিকেলে।
প্রতি বিকেলে ট্রেনেরা ঘরে ফিরে, ফিরে নানান মানুষ,
তবুও ফিরে না প্রাণ, ফিরে না তার স্বামী।
অশ্রুমাখা মুখে অপেক্ষা তার, সুখের জল চোখে,
কতো কথা আছে জমে, বলিবে বলে স্বামীর কাছে,
তবুও আসে না স্বামী, হয় না শেষ বসন্তের বিকেল।
অপেক্ষায় থেকে শুয়ে পড়ে কোন এক ক্লান্তি কালে,
শীতল পাটিতে নিদ্রা আসে, তাতেও আসে না স্বামী।
পাশের ঘরের কুটুমের কন্ঠে ভাংগে ঘুম, থামে অপেক্ষা,
অলক্ষুণে কথায় কেঁপে উঠে মন, থেকে যায় আশা
স্বামীকে ঘিরে কতো আয়োজন কতো কথা সবই মিছে,
মুহুর্তে তা যেনো হয়ে উঠেছে মিথ্যে, মরিচিকার বালুচর।

কতো মানুষ এসেছে দেখতে, শুধু যায় নি অভিমানী বধূ
ট্রেন যেন রাস্তা ভুলে পড়েছে মহা গর্তে! ক্রমেই
বেড়েছে তখন লাশের দল, বেড়েছে আত্নীয়ের ক্রন্দন
তবুও কাধে নি বধূ কাধে নি তার চক্ষু। 
শুধু ভুলেছে তখন, 
কিভাবে ভুলে থাকতে হয় অপেক্ষার প্রহর।

মাহতাব হোসেন 
২৫ই এপ্রিল ২০১৭।
( এই কবিতা প্রিয় বন্ধু যারীন তাসনিমকে উৎসর্গ করলাম।)    
কবিতা আত্মার বিয়োগ বাই মাহতাব হোসেন 

No comments:

Post a Comment