Saturday, 22 April 2017

বুনো স্বপ্ন- কবিতা


তুমি দু:খের কবি তাই বলে কি,
আমি সুখের পাঠক হবো না।

তুমি দু:খ বুনো লেখায়, 
আমি সুখ দেখি কল্পনায়।

তোমার কল্পনা মিথ্যে হলেও,
আমার স্বপ্ন অর্থহীন নয়।
তুমি তো কল্পনা করতে শিখাও
আমি বাস্তবতা দ্যাখে শিখি।

ও আমার দু:খের কবি 
তোমার মনে ক্যানো এতো ব্যথা?
কেন'ই বা তোমার মনে এতো ক্ষোভ!

এই নষ্ট সমাজ নিয়ে তোমার এতো চিন্তা!
নষ্ট মানুষে তুমি কেন'ই বা এতো আশা দ্যাখো? 
তুমি কেন'ই বা রাজনীতিতে সততা খোঁজো?
এই বিলাসিতায়, আমার বড্ড হাসি পায়।
আমি পারি না তোমার মতো বিলাসি হতে,
আমার জ্বালা হয়; আমার ন্যাকামি মনে হয়,
তুমি নষ্ট সমাজে নতুন বীজ বুনতে চাও
হে কবি, এ আমি মেনে নিবো কি করে!

নষ্ট প্রেমে কাব্য আঁকলে পাঠক তা লুপে নেয় শুনেছি
নষ্ট সমাজে স্বপ্ন এঁকে, তুমিও কি চাও পাঠকের মন!
তাহলে শুনো; তোমার ইচ্ছেও ঠিক নষ্ট প্রেমের মতো,
যেখানে নষ্টামিই মূল বক্তব্য।

তুমি তরুণদের স্বপ্ন দেখাও; মুখ বুঝে থাকো নষ্টামিতে
এ সমাজ তোমাকে কি দিয়েছে কবি?
কি শিখিয়েছে?
আমি দেখেছি, সমাজের স্তরে স্তরে নোংরামির ঘন আবরণ।
তুমি কি দেখো নি, ক্ষমতার লোভে রাজপথে ঘটে যাওয়া
নেক্কার সব অপকর্ম!
নাকি তুমি আমাতে বিভোর ছিলে!
সেদিন যদি তুমি না'ই বা দ্যাখো, এসব অপকর্ম। 
তাহলে তুমি অন্ধ; তুমি নারী প্রেমে অন্ধ।
কবি আমি পারবো না; আমি পারবো না, অন্ধ মানবে ঘর সংসারে জড়াতে।

কবি এখনো সময় আছে,, তুমি সরে যাও তুমি ভুলে যাও
এই সমাজ তোমার জন্যে না; এই সমাজে স্বপ্ন না,
এখানে রক্ত রঙের খেলা বেশী মানায়। 
 তুমি ভুল সমাজে বীজ বপন করো না, কবি তুমি এই ভুল করো না।
কবি তুমি জানো না, এই জাতি স্বপ্নের চেয়ে রক্ত খেলায়
খেলতে বেশী দক্ষ; তুমি ইচ্ছের বিরুদ্ধে স্বপ্ন দেখিও না।
এতটা সাহস তুমি দেখিও না।।

মাহতাব হোসেন
২৩ই এপ্রিল, ২০১৭

বুনো স্বপ্ন- কবিতা । মাহতাব হোসেন

No comments:

Post a Comment