Monday, 24 April 2017

নির্ঘুম স্বপ্ন

তুই বাঁধনহারা তোর টানে
আমিও যে গৃহহারা
প্রিয় স্বপ্ন তুই নির্ঘুমা
তুই যৌবনা উদ্যোমী
তোকে ছুঁই ছুঁই করে
ছুঁতে আসে স্বপ্নবাজেরা।


তুই দেখেছিস প্রাণের স্পৃহা
তুই দেখেছিস হৃদয়ের টান
কাউকে ফেলে দেয়ার না
কাউকে ছোট করার না
তবুও ঝরে পড়ে কতো স্বপ্ন!
প্রিয় স্বপ্ন তুই কি অনুভব করিস
স্বপ্ন ভাঙ্গার বেদনা, কষ্ট জমাট
হৃদয়ের প্রাণহীন করুণ সঞ্চার।

প্রিয় স্বপ্ন যে বুকে বেঁধেছে তোকে পেতে,
তাতেও পারে নি হতে তোর মতো বাঁধনহারা।
তোরি নাম স্মরণ করে হৃদয়ে আজও
রক্তের সঞ্চালন হয় বেঁচে থাকার।
প্রিয় স্বপ্ন তুই যে বেঁচে থাকার মহাষুধ
তুই যে পৃথিবী পৃষ্ঠের প্রাচীনতম প্রাণ
তুই যে হারিয়ে যাওয়া জীবনে হটাৎ করে
ফিরে পাওয়া প্রাণের সঞ্চালক।

মাহতাব হোসেন
২৪ই এপ্রিল ২০১৭
কবিতা নির্ঘুম স্বপ্ন বাই মাহতাব হোসেন

No comments:

Post a Comment