অভ্যেস
আমি মিথ্যে বলি না কিন্তু প্রতি দুপুরে
অফিস থেকে ফোন আসলে বলি আমি রাস্তায়।
আমি দুর্নীতি করি না কিন্তু টেবিলের নিচ দিয়ে কেউ
কিছু দিতে চাইলে না করি না।
আমি খেলা বুঝি না কিন্তু বাংলাদেশ
এক ম্যাচ হেরে গেলে গালি দিতে ভুলি না।
আমি রাজনীতি ঘৃণা করি কিন্তু রাজনীতিবিদদের
সমালোচনা না করে থাকতে পারি না।
আমি ধর্মের কথা বলি কিন্তু দিনশেষে দেখা যায়
কারো না কারো সাথে আমার ঝগড়া লেগে থাকে।
আমি সমাধিকারে বিশ্বাসী কিন্তু কখনো কখনো
দেখা যায় বৌয়ের গাল, হাত-পা ফুলা থাকে।
আমি মাতলামি করি না কিন্তু মাঝে মাঝে দারোয়ান
বাসার সামনে থেকে তুলে বাসায় দিয়ে যায়।
আমি নতুন সভ্যতার শিক্ষিত প্রানী কিন্তু যুগে যুগে
বেড়ে উঠা মনের জন্তু থেকে আলাদা নয়।
কবিতা অভ্যেস বাই মাহতাব হোসেন

No comments:
Post a Comment